Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

Sunday, July 13

Pages

Months

Breaking News:

Digha Travel Plan 2019

নগরজীবনের কর্মব্যস্ততাকে কদিনের জন্য ছুটিতে পাঠিয়ে  নির্বিঘ্নে দুটোদিন প্রকৃতির খুব কাছাকাছি থাকতে আপনি ঘুরে আসতেই পারেন দিঘা। সড়কপথে কলকাতা থেকে ১৮৭ কিমি দূরে দিঘা অবস্থিত। সমুদ্র বন্দর শহর দিঘার অতীতে নাম ছিল " বীরকুল ". ১৮ শতকে ব্রিটিশদের হাত ধরেই পরিচিতি লাভ। লর্ড হেস্টিংস "Brighton of the East " বলেও উল্লেখ করেছেন দিঘা কে।
বর্তমানে ওল্ড দিঘা বিচের অনেকটাই ভূমিক্ষয়ের কারণে সমুদ্র গর্ভে তলিয়ে গেছে। তাই কংক্রিটের বোল্ডারে ঢেকে যাওয়া ওল্ড দিঘায় স্নান পুরোপুরি নিষিদ্ধ।


 সেরা সময় :
দীঘাতে  সারা বছরই মানুষ যান তবে প্রধানত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সেরা সময় বলা হয়।  অর্থাৎ শীতের আমেজেই মানুষ যেতে পছন্দ করেন।
প্রচন্ড গরমে যেকোনো সমুদ্র এড়িয়ে চলাই ভালো।

দিঘাতে কি কি দেখবেন :

১) নিউ দিঘা সমুদ্রসৈকত
২) বিশ্ব বাংলা পার্ক (ওল্ড দিঘায় )
3) মেরিন একোরিয়াম (ওল্ড দিঘার কাছে )
4)  অমরাবতী পার্ক  সাথে রোপওয়ে (নিউ দিঘার কাছে)
5) কাজলদিঘী পার্ক আর ট্রয়ট্রেন  (নিউ দিঘার কাছে)
6)  বিশ্ববাংলা গেট
7)দিঘা মোহনা (সানরাইজ ভিউ পয়েন্ট )
8)  শঙ্করপুর সমুদ্রসৈকত
9) তাজপুর সমুদ্রসৈকত
10) মন্দারমণি সমুদ্রসৈকত 
11) উদয়পুর সমুদ্রসৈকত  (ওয়াটার স্পোর্টস )
12)  তালসারি সমুদ্রসৈকত  আর সুবর্ণরেখার সমুদ্রে  মিলনস্থল
13)  চাঁদপুর সমুদ্রসৈকত
14) চন্দনেশ্বর মন্দির
15) তালসারির রাধা গোবিন্দ মন্দির
16) দিঘা ইস্কন মন্দির (দিঘা বাইপাসের কাছে )


লোকাল ট্রেনে মাত্র চল্লিশ (৪০) টাকায় কিভাবে দিঘা যাবেন 

Train No. 38301(মেচেদা লোকাল)  সাত্রাঁগাছি থেকে ছাড়ে সকাল 6.10 মিনিটে ৷মেচেদা পৌঁছায়  সকাল 7.25 মিনিটে৷ লোকালটি মেচেদাতে 25 মিনিট দাঁড়াবে৷ ঐ লোকালটাই এরপর মেচেদা থেকে দীঘা যাবে৷ মেচেদা ছাড়বে সকাল 7.50 মিনিটে ৷দীঘা পৌঁছাবে সকাল 10.55 মিনিটে৷

দীঘা সমুদ্রের ভিডিও


Ads Place