ইন্টারনেটের যুগে গোটা বিশ্ব ছোট হতে হতে আজ মুঠোফোনে বন্দি। কিন্তু এই প্রযুক্তির যুগেও অজানাকে জানা কিংবা স্রেফ একটু হাওয়াবদল করতে আজও ভ্রমণের কোনো বিকল্প নেই । চেনা পৃথিবীর গন্ডি ছাড়িয়ে ক্যালেন্ডার মিলিয়ে আজও রুকস্যাক কাঁধে তুলে নিতে আমাদের বাঙালি দের জুড়ি নেই। ক্যামেরায় জমে থাকা ছবি আর পুরোনো ডাইরির পাতায় জমে থাকা ছোটবেলার স্মৃতি গুলো উস্কে দিতেই এই ওয়েবসাইটের জন্ম।
ভ্রমণকাহিনি, বেড়ানোর ছবি, তথ্য, বেড়ানোর প্ল্যান, খবর এবং আরও নানাকিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ বাংলা ওয়েবসাইট এটি। এটাকে সমৃদ্ধ করতে পারেন আপনারাই। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অবশ্যই পাঠান। আপনাদের কোনো লেখা বা ছবি আমাদের অবশ্যই পাঠাতে পারেন আমরা আমাদের ওয়েবসাইটে সেগুলো প্রকাশ করবো।
ভ্রমণকাহিনি, বেড়ানোর ছবি, তথ্য, বেড়ানোর প্ল্যান, খবর এবং আরও নানাকিছু নিয়ে একটা পূর্ণাঙ্গ বাংলা ওয়েবসাইট এটি। এটাকে সমৃদ্ধ করতে পারেন আপনারাই। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অবশ্যই পাঠান। আপনাদের কোনো লেখা বা ছবি আমাদের অবশ্যই পাঠাতে পারেন আমরা আমাদের ওয়েবসাইটে সেগুলো প্রকাশ করবো।
উপযুক্ত সাবজেক্ট লিখে আপনার লেখা ইমেল করুন: thatbengaliboyofficial@gmail.com
No comments