Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

Months

{fbt_classic_header}

Breaking News:

latest

Chaaya Taal West Sikkim Tour By Bipasa Majumder

চেনা সিকিমের এক প্রায় অজানা গন্তব্যে - "ছায়াতাল" । আপনারা নিশ্চই ভাবছেন ছায়াতাল !!?? সে আবার কোন জায়গা? হয়ত কোন গ্রামের পুকুর পাড়ের তাল গাছের ছায়া, না না কোন পুকুর পাড়ের তাল গাছের ছায়া নয়। কাঞ্চনজঙ্ঘার বুকে সবুজে ঘেরা একটি জায়গা। সিকিমের হি পাতাল গ্রামের একটি লেক কে ঘিরে এই অঞ্চলের নাম ছায়াতাল ।আমি বারাবরই একটু নির্জন জায়গা পছন্দ করি আর এই জায়গাটার কথা আমার এক বন্ধু অনেক বার বলে ছিল কিন্তু মাথায় ছিলো না সেই দিন হটাৎ মাথায় এলো আর গ্যাংটক এর জায়গায় ছায়াতাল হয়ে গেলো। বেরোলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে স্টেশন এ নেমে ফোন বেজে উঠল ড্রাইভার এর। আমি অধির আগ্রহে অপেক্ষা করছিলাম ছায়াতাল এ পৌঁছনোর অপেক্ষায়।নিউ জলপাইগুড়ি থেকে শুরু হল সফর প্রথমে মেল্লি তারপর জোরথাং ,জোরথাং এ পৌঁছাতেই গাড়ির মধ্যে নিজেকে আটকে রাখতে পারলাম না, মনে হচ্ছে আর একটু গেলেই কাঞ্চনজঙ্ঘা কে ছুঁতে পারব। আমার বোনের তো ছবি তোলার শেষ নেই। আবার শুরু হল যাত্রা সরেং, কালুক পেরিয়ে বার্মিওক, হি পাতাল হয়ে অবশেষে এসে পৌঁছলাম ছায়াতাল।শহরের মতো লোকজন গাড়ি ঘোড়া গিজি গিজি হোটেলের ছড়াছড়ি এইসব কোলাহল থেকে অনেকটা দূরে শান্তির নীড় এর মতো।ছায়াতাল লেকের কাছেই একটি মাত্র রিসর্ট Nature Hill Top Resort এর একটি সুইট কটেজ আগেই বুক করে রেখেছিলাম।ছায়াতাল লেকের পাশ দিয়ে পৌঁছে গেলাম Nature Hill Top Resort. পরের দিন সকালে বিভিন্ন রকম আওয়াজ শুনে ঘুম ভেঙে জানালার পর্দা সরিয়ে দেখতেই চোখ বিস্মিত হয়ে গেলো। নিশ্চই ভাবছেন কি এমন দেখলাম।ছোটো বেলায় বই এ পড়ে ছিলাম স্লিপিং বুদ্ধার কথা, কিন্তু কোনো এক সকালে ঘুম থেকে উঠে চোখের সামনে এইভাবে দেখতে পাব ভাবিনি। সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘার সে যে কি রুপ আমি তা ভাষায় প্রকাশ করতে পারছিনা। পাহাড়ের যে এত রুপ আর রং তা এখানে না এলে বুঝতেই পারতাম না।স্লিপিং বুদ্ধাকে প্রানাম জানিয়ে বেড়িয়ে পরলাম বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারি কিছুটা এগিয়ে রেড পান্ডা গেট।পাহাড়ী রাস্তা বেয়ে জঙ্গল মধ্যে বিভিন্ন রকমের ফুল,পাখি,গাছপালা,অর্কিড।রোডোডেনড্রন স্যাংচুয়ারি থেকে ঘুরে এসে ছায়াতাল লেকের নির্জনতার সঙ্গী হয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর সৃজুঙ্গা মূর্তি দেখে ফিরে এলাম।সন্ধের সময় রিসর্টের ম্যানেজার গঙ্গা আমাদের জন্যে Bonfire এর আয়োজন করেছিল। আমি আর আমার বোন গান করে একটা খুব সুন্দর সময় কাটালাম।কাছাকাছি আরও অনেক জায়গায় ঘুরলাম যেমন ছাঙ্গে ফল্স , সিংশোর ব্রিজ, ডেন্টাম ভেলী, স্কাই ওয়াক,রাবদাংচী রুইন্স, চিজ তৈরির কারখানা, ওয়াটার গার্ডেন,পেমিয়ানস্টি মনেস্ট্রি।যারা একটু শান্ত নিরিবিলি পরিবেশ ছুটি কাটাতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা খুবই পছন্দের হবে আমি চ্যালেঞ্জ করে বলেত পারি। যখন স্কুলে পড়তাম তখন খুব লেখার ঝোঁক ছিল আস্তে আস্তে পড়াশোনার চাপে লেখা একেবারেই বন্ধ হয়ে গেছে । ছায়াতাল গিয়ে আবার লিখতে ইচ্ছা করছিল তাই বাড়ি ফিরে এসে জায়গাটিকে ভালোলাগার কথা আপনাদেরকে জানালাম।কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
Nature Hill Top Resort ওয়েবসাইট
http://www.naturehilltopresort.com/P/ContactUs.html

ক্যামেরায় ধরে রাখা মুহূর্তগুলো

 
 
 
 
 

No comments

Ads Place